আমেরিকাকে শিক্ষা দিতে তুরস্ক বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে তৈরি হচ্ছে দেখুন কতটা ভয়ঙ্কর

পাকিস্তানকে ‘বাঁচিয়ে দিল’ চীন-সৌদি-তুরস্ক ! ১২০ মিনিটের মধ্যেই পেন্টাগন গুঁড়িয়ে দিতে পারবে বেইজিং # ১২০ মিনিটের মধ্যেই পেন্টাগন গুঁড়িয়ে দিতে পারবে বেইজিং.... বার বেইজিং থেকে নিউ ইয়র্কের দূরত্ব অতিক্রম করতে লাগবে মাত্র ২ ঘণ্টা৷ অবিশ্বাস্য হলেও সত্যি৷ চীন সম্প্রতি একটি হাইপারসনিক হেভি বম্বার আবিষ্কার করেছে চীন৷ সেটি বেইজিং থেকে নিউ ইয়র্ক যাবে মাত্র ২ ঘণ্টায়৷ এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে৷ অর্থাৎ শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি৷ বিমানটি আপাতত রয়েছে চীনা মিলিটারির হাতে৷ এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে৷ চাইনিস অ্যাকাডেমি অফ সায়েন্স এটি তৈরি করেছে৷ সংস্থার এক গবেষক জানিয়েছেন, “এর স্পিড হাইপারসোনিক৷ বেইজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷” সাধারণত কোনো বিমানের এই দূরত্ব যেতে সময় লাগে ১৪ ঘণ্টা৷ দুই শহরের মধ্যে দূরত্ব ৬ হাজার ৮০০ মাইল৷ এই এয়ারক্র্যাফ্টটি এখনো তৈরি হয়নি৷ কিন্তু এর কম্পিউটারাউড মডেল তৈরি হয়ে গিয়েছে৷ ৫ মার্চ থেকে ৭ মার্চ এর গতিবেগের পরীক্ষা চলবে বলে শোনা যাচ্ছে৷ এটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের “I”-এর মতো৷ গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই ফুল থেকে যাত্রী, সবই নিয়ে যেতে পারে৷ মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট৷ এর টার্গেট কখনও মিস হয় না৷ সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকরী৷ বিজ্ঞানীদের মতে এটি চিনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে৷ # পাকিস্তানকে ‘বাঁচিয়ে দিল’ চীন-সৌদি-তুরস্ক....................... সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সমর্থিত একটি প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধ অবস্থান নেয়ায় তা বাস্তবায়ন হতে পারেনি। সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ চলতি সপ্তাহে আমেরিকা পাকিস্তানকে অর্থনৈতিক সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএ’ বৈঠকে বিষয়টি নিয়ে আমেরিকা পেছনে থেকে কাজ করছিল। আমেরিকা বলে আসছে- পাকিস্তান সন্ত্রাসীদেরকে অর্থ যোগান দিচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে প্রক্রিয়া চলছিল তার সঙ্গে জড়িত এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, এফএটিএ’র বৈঠকের পর বুধবার মার্কিন প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মার্কিন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের অস্বাভাবিক মতপার্থক্যের ঘটনা ঘটেছে যা সচরাচর দেখা যায় না। সৌদি আরব পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সমর্থন দেয় এবং ইসলামাবাদকে কালোতালিকাভুক্ত করার বিরোধিতা করে। পিজিসিসি সম্মিলিতভাবে এফএটিএ'র সদস্য এবং সৌদি আরবে সংস্থার পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সমর্থন জানায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নতুন করে ভোট হতে পারে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ত জানিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি ২০১৮ # তেল-গ্যাস ভাগাভাগির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান.......... সাগরে লেবাননের ৯ নম্বর ব্লকের তেল-গ্যাস ইসরাইলের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সংসদ স্পিকার নাবি বেরি। সংসদ স্পিকারের গণমাধ্যম বিষয়ক দফতর এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্যাটারফিল্ড আবারও নাবি বেরির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে স্যাটারফিল্ড আবারও মার্কিন প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। কিন্তু নাবি বেরি তাতে রাজি হননি। আমেরিকা সাগরে লেবাননের ৯ নম্বর ব্লকের তেল-গ্যাস সম্পদের ৬০ শতাংশ নিজেদের জন্য রেখে বাকি ৪০ শতাংশ দখলদার ইসরাইলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী গত কয়েক সপ্তাহে এ নিয়ে তিন বার লেবানন সফর করলেন। বর্ণবাদী ইসরাইল ও লেবাননের মধ্যে মধ্যস্থতা করতেই তিনি বারবার মধ্যপ্রাচ্যে আসা-যাওয়া করছেন বলে দাবি করা হয়েছে। তবে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী নয় এবং সব সময় ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করে চলে। এদিকে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্যাটারফিল্ডের সঙ্গে বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, তারা তেল-গ্যাস অধিকারের বিষয়ে পিছু হটবে না। সম্প্রতি ইসরাইলের যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান সাগরে লেবাননের ৯ নম্বর তেল-গ্যাস ব্লকের মালিকানা দাবি করেছেন। ২৩ ফেব্রুয়ারি ২০১৮