ঢাকা শহরের কোথায় কোটিপতি সুন্দরী মেয়েরা বয়ফ্রেন্ড ভাড়া করে, জেনে নিন ! অনুসন্ধানি প্রতিবেদ !!!

এফ-২২ রেপ্ট্যার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহীড মার্টিন কর্পোরেশনের উৎপাদিত বিশ্বের প্রথম অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ টেকনোলজি সমৃদ্ধ মাল্টিরোল জেট ফাইটার। যেটি বিশ্বের প্রথম স্টিলথ টেকনোলজি বেসড যুদ্ধবিমান, যা একাধারে ফাইটার, ইন্টারসেপ্টর ও সুপার বোম্বার হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ২০০৫ সাল থেকেই কার্যকরভাবে ব্যবহৃত হয়ে আসছে। যেখানে বিশ্বের অন্যান্য সামরিক পরাশক্তিধর দেশগুলো এখনো পর্যন্ত স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধবিমান ডেভলপমেন্ট ও উৎপাদনে এক যুগেও প্রাথমিক স্তরেই রয়ে গেছে। যদিও খবরে প্রকাশ, চীন বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে সীমিত পরিসরে তাদের নিজস্ব প্রযুক্তির জে-২০ স্টিলথ এয়ার সুপিউরিটি জেট ফাইটারের প্রডাকশন লাইন শুরু করেছে।