মন জয় করা মন মাতানো ঈদ স্পেশাল দিল খোশ রেসিপি ।। নওয়াবি সেমাই কেক,কুনাফা কেক বা লাচ্ছা সেমাই কেক

গতবছর রোজার ঈদে আপনাদের সাথে পাকিস্তানী '' দুধ দুলারী '' ডেজার্টটির রেসিপি শেয়ার করেছিলাম। কিন্তু অনেকেই সেই কালারফুল সেমাইটি খুঁজে পাননি বলে জানিয়েছেন। তাই আজ আমি আপনাদেরকে সেমাই দিয়ে মজাদার দুধ দুলারী বানিয়ে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। যা যা লাগবে : দুধ - ২ কাপ হেভি ক্রীম - ৩/৪ কাপ সুইটেন্ড কনডেন্সড মিল্ক - ১/৩ কাপ কাস্টার্ড পাউডার - ২- ৩ টেবিলচামচ রান্না করা সেমাই পাঁচমিশালি ফল (ফ্রুইট ককটেল) বেবি সুইটস মোরব্বা প্লেইন কেক বাদাম কুচি জেলি প্রয়োজনীয় টিপস : ১। আপনারা চাইলে ক্যানড ফ্রুট ককটেলের বদলে ফ্রেশ ফ্রুইট নিতে পারেন, যেমন- আম, কলা, আপেল ,আঙ্গুর, ডালিম, চেরি ইত্যাদি। ২। চাইলে ক্রীম না মিশিয়ে জ্বাল দিয়েও দুধ ঘন করে নিতে পারেন। আর কনডেন্সড মিল্ক এর বদলে চিনি মেশাতে পারেন। ৩। ঈদের দিন তো সেমাই রান্না হবেই সেখান থেকে কিছুটা সেমাই তুলে রেখে এই দুধ দুলারী বানাতে পারেন। দুধ সেমাই রান্নার রেসিপি 👉👉 https://youtu.be/tQVp2R3Zs7U হোমমেড বেবি সুইটস এর রেসিপি 👉👉 https://youtu.be/5A7v6UK9Us0 মোরব্বা তৈরির রেসিপি 👉👉 https://youtu.be/618OR7kAjNM বাসমতি চালের জর্দার রেসিপি 👉👉 https://youtu.be/xT39VMFs5ho আশা করছি আপনাদের পছন্দ হবে , আজকের রেসিপি ও রান্নাটি। Background Music : Spring by Ikson https://soundcloud.com/ikson Music promoted by Audio Library https://youtu.be/5WPnrvEMIdo