বাংলার নবাব সিরাজউদ্দৌলা যে ঘরে শুয়ে আছেন, ৩৪ টি কবরের মধ্যে ৩২ জনকেই হত্যা করা হয়

জগৎ শেঠ আসলে কোন বিশেষ ব্যক্তি বোঝায় না। সবচেয়ে ধনী লোকদেরকে জগৎশেঠ বোঝার। নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার জন্য জগৎশেঠ একজনই। তাকে টাকা মুদ্রণের দায়িত্ব দেয়া হয়েছিল। এখনকার মতো বাংলাদেশ ব্যাংক ও ছিল না টাকা জগৎশেঠরা ছাপতো। তাই তারা বিশ্বের সেরা ধনী। নবাবদের বিশ্বস্ত না হলে টাকা ছাপতেই বা দেবে কেন ? মনের কোনে কোথাও একটা ক্ষোভ হয়তোবা ছিল। সংখ্যাগরিষ্ঠ হিন্দু কিন্তু শাসক মুসলমান।