ইন্টারনেটের মালিক কে? এটি কিভাবে কাজ করে? || How Does the Internet Actually Work?

|| Bermuda Triangle এর নিচে কি আছে? সমুদ্রের গভীরের রহস্যময় প্রাণী ।। Dragon's Triangle || Documentry || বর্তমানে যেসব মানুষেরা Technical বিষয় নিয়ে আগ্রহী নন বা যাদের Scientific Knowledge এর কোনো খিদে নেই তারাও আজকাল ইটা জানেন যে পৃথিবীতে বিভিন্ন দেশের Space Program বা মহাকাশ গবেষণায় Public এবং Private Funding এর যোগান রয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে। এমন কিছু Company রয়েছে যারা মহাকাশ গবেষণায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। যেমন SpaceX এর মালিক Elon Mask, Blue origin এর মালিক Jeff Bezos এগুলি হলো Rocket Building এবং Space Research Company । মহাকাশ গবেষণার এই Company গুলির ব্যাপক অবদান রয়েছে। মহাকাশকে জানার জন্য আমাদের মধ্যে রয়েছে অফুরন্ত কৌতূহল এবং সেই কারণে মহাকাশ গবেষণা এতটা প্রাধান্য পেয়েছে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের নিজেদের Home Planet পৃথিবী সম্পর্কেই কতটা কম জানি। জল ছাড়া মায়েদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি সম্ভব ছিলোনা। ইটা তো আমরা সবাই জানি এবং ছোটবেলা থেকেই পড়ে এসেছি। এই প্রাথমিক Chemical Compound H2O বা জল আমাদের পৃথিবীর ৭১ % জুড়ে রয়েছে এবং এই জলের ৯৩ % হলো সাগর বা মহাসাগর। এই মহাসাগর এবং সমুদ্রের গভীরতা এবং রোহস মানবজাতিকে বিভিন্ন সময়ে আকর্ষণ করেছে এবং নতুন কিছু আবিষ্কার করার জন্য অনুপ্রanito করে এসেছে। এই Modern এবং Advanced Technology র যুগেও মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা বেশিরভাগ রহস্য এখনো পর্যন্ত মানবজাতির কাছে অজানা। এমনকি চাঁদের Dark side সম্পর্কে বেশি গবেষণা করা হয়েছে সমুদ্রের গভীরতার চেয়ে। এই বিপুল পরিমান Underwater object, রহস্যময় ঘটনা এবং অজানা প্রজাতির সামুদ্রিক প্রাণী কে নিয়ে খুব কম গবেষণা হয়েছে। যদিও মানবজাতি অনেক আগে থেকেই মহাসাগরের গভীরতায় লুকিয়ে থাকা অজানা কে জানার চেষ্টা করে এসেছে। আগে পুরানো Diving technology ব্যবহার করা হতো এবং আধুনিক প্রযুক্তির অভাবে Deep sea study খুবই সীমিত ছিল। ডুবুরিরা শুধুমাত্র ১00 থেকে ১৫০ মিটার গভীরতা পর্যন্ত Dive করতে পারতো MUSIC Lightless Dawn by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/) Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100655 Artist: http://incompetech.com/ সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। https://www.youtube.com/channel/UCTqIdAqLRQ6oTVM2SoJ18oA?sub_confirm