কুমিল্লা বরুড়ার কচুর লতি রপ্তানি হচ্ছে বিদেশে, The Kachur Lothi is being exported abroad

বিএসসি পাশ করে, চাকরির চেষ্টা বাদ দিয়ে জমি লিজ নিয়ে কৃষিকাজ শুরু করে স্মার্ট যুবক নাজমুল। ইন্টারনেট ও কৃষি অবিভাগের পরামর্শে প্রথমবারের মত ২ বিঘা জমিতে চাষ করে স্কোয়াশ। এক বিঘা জমিতে ২০ হাজার টাকার মত খরচ হয়েছে এবং স্কোয়াশ বিক্রি শুরু হয়েছে । স্থানীয় বাজারে ১০-১২ টাকা কেজি এবং কাওরান বাজারে ২০ টাকা কেজি হিসাবে বিক্রি করছে। একটা গাছে গড়ে ৮ কেজি স্কোয়াশ ধরেছে... ১ বিঘা জমিতে যদি প্রায় ২৫০০ গাছ থাকে তাহলে হিসাব করে দেখুন কত লাভ...??? অস্বাভাবিক লাভজনক আবাদ... বিস্তারিত জানতে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন