কলাগাছ দিয়ে মাছ ধরার একদম নতুন কৌশল | New fishing style 2018 | Believe this fishing? | Fishing 2018

ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা: লোভনীয় বড় বড় মাছের এক বিশাল প্রদর্শনী মাছের মেলা! নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বড় বড় মাছের কাল্পনিক সব সংগ্রহ। এ কল্পনাকে বাস্তবে নিয়ে আসে প্রতি বছরের শীতের শেষে অনুষ্ঠিত বগুড়ার পোড়াদহের ঐতিহ্যবাহী মাছের মেলা। এ যেন কেবল একটি মেলা নয় বরং তার চেয়েও বেশী কিছু। নামে মাছের মেলা হলেও কী নেই এতে! বড় বড় আর লোভনীয় মাছের বিশাল সংগ্রহ, প্রদর্শনী আর বিকিকিনি, সংসারের যাবতীয় প্রয়োজনীয় উপকরণ, বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা, পালাগান ইত্যাদি। কিন্ত এ সবকিছু ছাপিয়ে যায় যখন এ মেলা লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয়। মেলায় বড় মাছ কিনতে চলে জামাই শ্বশুরের মধ্যে প্রতিযোগিতা। কোন বাড়ির জামাই কতো বড় মাছ কিনলো, এ নিয়ে চলে প্রতিবেশীদের আলোচনা। আত্মীয়রা যেন মুখিয়ে থাকে বাড়িতে জামাই বাবুর বড় মাছের আশায়। এ মেলার মূল আর্কষণ হচ্ছে বড় মাছ। মাছের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও বিক্রি হয়। Like and follow our Facebook Page : https://www.facebook.com/awesomebdtvofficial/