লালবাগের সেই রহস্যময় সুড়ঙ্গ, যেখান থেকে কেউ ফিরে আসেনি !! কেন ফিরে আসেনি আসল কারণ ভিডিওতে দেখুন !!!

(Story of Bhwal Estate/Bhawal Case) ভাওয়াল রাজার কাহিনীঃ রূপকথার অনেক কাহিনি শুনে আমরা বিমোহিত হই। রহস্য ও রোমাঞ্চকর সেসব গল্পের ঠায় হয় সাহিত্য কিংবা চলচ্চিত্রে। কিন্তু বাস্তবে সে সব রূপকথাকেও হার মানায় গাজীপুরের জয়দেপুরের ভাওয়ালের ‘মৃত’রাজার সন্ন্যাসী হিসাবে আর্বিভাবের জমজমাট কাহিনি। এটি ছিল অবিভক্ত বাংলায় ইংরেজ শাসনামলের অন্যতম চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা।মৃত্যুর বার বছর পর হাজির হয়ে জমিদারির অংশ ও নিজের স্বীকৃতির দাবি তুললে পরিস্থিতি কী হতে পারে, ভাওয়ালের সন্ন্যাসী রাজার এই কাহিনি না শুনলে তা অনুমান করাও অসম্ভব। ভাওয়াল রাজার এই গল্পটি বাস্তব হলেও গল্পে, চলচ্চিত্রে, পত্র-পত্রিকায় ও নাটকে আলোচিত ও চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে অনেক কাল্পনিক ঘটনার সৃষ্টি হয়েছে। এখনও স্থানীয়দের লোকমুখে রাণী বিভাবতী ও চিকিৎসক আশুতোষ দাসগুপ্তকে নিয়ে রসাত্মক অনেক গল্প প্রচলিত রয়েছে। বিখ্যাত অভিনেতা উত্তম কুমারের একটি চলচ্চিত্র ‘সন্ন্যাসী রাজা’নির্মিত হয়েছিল এই ভাওয়াল রাজার গল্প নিয়েই। বড়ই বিচিত্র আমাদের এই পৃথিবী। কত ধরনের অদ্ভুত সব ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে। মাঝে মাঝে বাস্তবেও আমাদের এমন ঘটনার সাক্ষী হতে হয়, যার সাথে চলচ্চিত্রের কাল্পনিক গল্পের পার্থক্য করাই মুশকিল হয়ে পড়ে। আপনার আশেপাশেও ঘটে যাওয়া এমন সব গল্প, দর্শনীয় স্থাপনা, সুপ্ত প্রতিভাধর ব্যক্তিত্ব, অবহেলিত জনপদ, আপনার দৃষ্টিতে অসামঞ্জস্যতা বা যা তুলে ধরা দরকার বিশ্বের কাছে, তা জানাতে পারেন আমাদেরকে। BD Local bus টিম পৌছে যাবে সেখানে। আমাদের সাথে যোগাযোগ করতে ই-মেইল করুনঃ thelocalbus@gmail.com অথবা Message করুন facebook.com/bdlocalbus এ। আমাদের চ্যানেলটিতে আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেল থেকে প্রকাশিত পরবর্তী ভিডিও মিস করতে যাচ্ছেন আপনি। আর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন BD Local Bus চ্যানেলটিতে। ধন্যবাদ সবাইকে। -------------- History Credit: Agnishwar Nath & eibela.com Animation: Gabriel Marie Sound: 1. Mystery by GoSoundtrack http://www.gosoundtrack.com/ Creative Commons — Attribution 4.0 International — CC BY 4.0 https://creativecommons.org/licenses/... Music promoted by Audio Library https://youtu.be/8TKy9bzrk24 2. Mystery, Movement, Dreamy Song by Johannes Bornlöf