হাসিনা কেন তত্যাবধায়ক কেন আনবে না- মঈনুল হোসেন

Title - এবার ১১ দেশের কূটনীতিকরা চিন্তিত ! দেখুন নিরাপত্তা আইনের ৪টি ধারার মধ্যে কি এমন রয়েছে ?? News Link -https://youtu.be/yUYlfXOuJtE Description - ডিজিটাল সিকিউরিটি আইনের ৪টি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ১০টি দেশ। রবিবার (২৫ মার্চ) ইইউসহ বাংলাদেশে নিযুক্ত এসব দেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ উদ্বেগ প্রকাশ করেন এবং আইনটির এসব ধারা সংশোধনের বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রদূতদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স। প্রতিনিধি দলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, ইউকে, স্পেন, নরওয়ে এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বের হয়ে জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স সাংবাদিকদের জানান, আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর ধারা ২১, ধারা ২৫, ধারা ২৮ এবং ধারা ৩৫ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর এই ধারাগুলো জনগণের মুক্ত বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই আইনের শাস্তি, জামিন অযোগ্য ধারা এবং এই আইনের অপব্যবহার – এই তিনটি বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন।’ Please Subscribe for more Videos... https://www.youtube.com/AmBanglaNews ============================= Our Other Videos Title -গরম খবর ! ড. জাফরকে হত্যার তালিকা করেছিলেন হেফাজতের আমির আল্লামা শফি ! বিস্তারিত দেখুন bangla news Link -https://youtu.be/GybMRYl2CxE Title -এবার আর পালানোর পথ থাকবে না হাসিনার ? খালেদার মুক্তির জন্য মাঠে নেমেছেন ব্রিটেনের এমপি ! Link -https://youtu.be/4JpsbLVp83A Title - গণতন্ত্রের মানদণ্ড কি আমাদের হিটলারের দেশ থেকে শিখতে হবে ?? : এইচ টি ইমাম ! bangla latest news Link -https://youtu.be/k69Us_x2sA8 Join Us With Facebook : https://www.facebook.com/AmBanglaNews Twitter : https://twitter.com/AmBanglaNews Google+ : https://plus.google.com/b/AmBanglaNews For Copyright Issue Please Contact: ambdinformation@gmail.com