২ মাসে হাফেজ হওয়া বিস্ময় বালক অন্ধ কালিম সিদ্দিকির কণ্ঠে শুনুন চমৎকার কুরআন তেলাওয়াত

আল্লাহ্‌ [سبحانه و تعالى] বলেন, || আর রাসূলের প্রতি যা নাযিল হয়েছে তা যখন তারা শুনে, তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবেন। তারা বলে, ‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি; কাজেই আপনি আমাদেরকে সাক্ষ্যবহদের তালিকাভুক্ত করুন।’ || [বঙ্গানুবাদ, আল-ক্বুরআন (৫:৮৩)] আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি আবেগপূর্ণ কুরআন তিলাওয়াত উপস্থাপন করতে পেরে আনন্দিত! সকল প্রশংসা আল্লাহ্‌র [سبحانه و تعالى]! ভিডিওতে শায়খ নাসের আল-ক্বাতামির [حفظه الله] কণ্ঠে সূরা আয-যুমার [৭১-৭৫] তিলাওয়াত রয়েছে। ভিডিওতে দেখুন কিভাবে একজন ভাই কুরআন শ্রবণ করে সালাতের মধেই আবেগাপ্লূত হয়ে পড়েন! মাশাআল্লাহ্‌ তাবারাকআল্লাহ! আসুন আমরা সবাই সালাতে যা তিলাওয়াত করি অন্তত সেই সূরাসমূহর অনুবাদ মুখস্ত ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। আল্লাহ্‌ তৌফিক দিন, আমিন! শায়খ নাসের আল-ক্বাতামি [حفظه الله] একজন সম্মানিত সউদি ইমাম, হাফিজ, ও ক্বারী। তাঁর জন্ম রাজধানী রিয়াদে। তিনি ইসলামী শাস্ত্রে ব্যাচেলর্স ডিগ্রি সম্পন্ন করেন, এবং মিশরের আল হায়াত বিশ্ববিদ্যালয় হতে অনারারি ডকটারেট দ্বারা ভূষিত হন। আল্লাহ্‌ [سبحانه و تعالى] তাঁর কিতাবের সকল তিলাওয়াতকারীদের হিফাজত করুন, আমিন! আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ্‌ সর্বজ্ঞ।