এক গ্লাস জলে মিশিয়ে দিন সামান্য এই জিনিস চুম্বকের মতো টেনে আনবে টাকা পয়সা।

শাস্ত্র অনুসারে দান করলে কখনো টাকা পয়সার অভাব হয় না। অনেকে ভেবে থাকেন যে দান করলে টাকা পয়সা কমে যাবে। তা কিন্তু মোটেই ঠিক কথা নয়। কারন যে টাকা পয়সা আজ আমাদের কাছে রয়েছে তা কিন্তু আমাদের না। মা লক্ষ্মীর কৃপায় তা আমার কাছে আছে। সবই ওনার দেওয়া। তাই এর থেকে কিছুটা দান করা উচিত। যদি আমরা দান করে থাকি তাহলে তাতে আমরা জেনে বা না জেনে যা পাপ কর্ম করে থাকি বা অন্যায় কাজ করে থাকি তা কিছুটা হলেও কমে যায়। তাই আমাদের উচিত আমাদের টাকা পয়সা ধন দৌলত থেকে কিছুটা পরিমাণ অবশ্যই দান করা। দান করুন এমন লোককে যার প্রয়োজন রয়েছে। অপাত্রে দান করবেন না। আর এই কথাটি অবশ্য খেয়াল রাখবেন যে কিছু ব্যাক্তি রয়েছে যাঁদের কখনো খালি হাতে বাড়ি থেকে ফেরানো উচিত নয়। তাঁরা যদি আপনার বাড়িতে দান গ্রহণের জন্য এসে থাকেন তাহলে অবশ্য কিছু না কিছু দান করবেন। খালি হাতে ফেরাবেন না। তা তিনি যে রূপেই আসুক না কেন বা তার মনে যাই থাকুক না কেন। কিন্তু আপনার কর্তব্য এই যে আপনি কিছু না কিছু দান করুন। আর দানের কোন সীমা নেই। দান করার সময় আপনার মনে দান করার জন্য যা মনে হয় তাই দান করুন। কারন দান দানই হয়। তা সে কম বা বেশী যাই হোক না কেন। আর দান করার নেশায় নিজের সাধ্যের বাইরের বেশী কিছু দান করবেন না।