দেখুন পৃথিবীর যে ১২ টি রহস্য এখনো সমাধান করা যায়নি || 12 Unsolved Mysteries Of The World

পৃথিবীর যে ১২ টি রহস্য এখনো সমাধান করা যায়নি || 12 Unsolved Mysteries Of The World আমাদের এই অসাধারণ গ্রহটি কখনোই আমাদের জন্য বিস্ময় তৈরি করা থামাবে না! এমন অনেক জিনিস এবং জায়গা আছে যেগুলো বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা যায় না। মানবজাতির জন্য এগুলো ধাঁধা হয়েই আছে, এবং প্রতিনিয়ত আমাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। আজকের লিস্টে থাকছে ১২ টি অবিশ্বাস্য জায়গা এবং বিস্ময়কর ঘটনা, যে গুলোর ব্যাখ্যা এখনও বিজ্ঞানীরা দিতে পারেননি। ১২. মোরেকি বোল্ডার সবচেয়ে অবাক করা বিষয় হলো এগুলোর আকার এবং আয়তন। এত নিখুঁত গোলক আকৃতির পাথর কিভাবে হয়? এটার এখনও পর্যন্ত কোনও সোজাসাপটা উত্তর নেই। ১১. প্রাণীদের পরিযায়ন বা স্থানান্তর রানীদের পরিযায়ন একটি প্রাকৃতিক ব্যাপার। প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সাধারণত নির্দিষ্ট কোন ঋতুতে। বিভিন্ন ধরনের পাখি মাছ কীটপতঙ্গ এবং স্তন্যপায়ীদের জেনেটিক প্যাটার্নে এত গুরুত্বপূর্ণ সহজাত প্রবৃত্তি কেন আছে তা বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা করতে পারেন না। ১০. গিজার পিরামিডের মহান স্ফিংস এই স্ফিংসটির তুলনামূলক ক্ষুদ্র মাথা দেখে বোস্টনের জিওলজিস্ট রবার্ট স্কচ ধারণা করছেন যে, এই মূর্তিটির শুরুতে সিংহের মাথা ছিল। যেটাকে পরে রহস্যময় হাসিতে পূর্ণ ফারাওর মুখে রূপান্তর করা হয় (সেই ফারাওর নির্দেশে)। তবে, এই তত্ত্বটিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেনে নেয়া হয় না। খ্রিস্টের জন্মের ১১ শ' বছর আগে কালপুরুষ সমাবেশের তারাগুলো সাথে তিনটি পিরামিডের তারাগুলোর যে সমাবেশের তত্ত্ব গ্রাহাম হ‍্যানকক দিয়েছেন সেটিও রবার্ট স্কচের ধারণার সাথে মিলে না। ৯. মিশরের অসমাপ্ত জাওয়িআত আল আরিয়ান পিরামিড এই পিরামিডটি যুগ যুগ ধরে ট্যুরিস্টদের আকর্ষণ করতে পারেনি। এর ৭৫ ফুট গভীর হলওয়ে টি কঠিন পাথর কেটে তৈরি করা। বিজ্ঞানীরা আজও বিস্ময়ে অভিভূত হয়ে যান এটা ভেবে যে কিভাবে প্রাচীন মিশরের লোকজন আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই এই দেয়ালগুলো এত নিখুঁতভাবে তৈরি করেছেন। বিশ্বাস করা হয়ে থাকে এটা পিরামিডের বেইস অথবা কোন এক ফারাওর কবর। কিন্তু এটার হল‌ওয়ে গুলো এখনো পর্যন্ত জানা যেকোন পিরামিডের চেয়ে অনেক বেশি বড়। তার উপর মিশরে কোন ডিম্বাকার কবর নেই। এর চেয়েও বিস্ময়কর হলো এই মন্দিরের মেঝেতে থাকা গ্রানাইটের পাথরগুলোও ওজনে অনেক ভারি। এই পিরামিড মিশর এর অন্য কোন পিরামিডের মতো নয়। কিভাবে এবং কেন এই পিরামিডটি বানানো হয়েছিল সেই প্রশ্নের উত্তর আজো মেলেনি! ৩. প্রশান্ত মহাসাগরের উপরে লাল রঙের আলোকচ্ছটা এই অদ্ভুত লাল আলো প্রথম দেখেছিলেন ক্রিস্টিয়ান ভ‍্যান হেইস্ট। তিনি একটি বোয়িং 747-8 এ উড়ে হংকং থেকে আলাস্কায় যাচ্ছিলেন ‌, তখনই তিনি এই লাল আলোকচ্ছটা আবিষ্কার করেন। এই আলোকচ্ছটা দেখা যায় কয়েক বার বেশ দূরে দূরে আলোর ঝলকানির পর। এখনো পর্যন্ত এ ব্যাপারটি অমীমাংসিতই রয়ে গেল। বিজ্ঞানীরা মনে করেন এটি সাগরতলের কোন আগ্নেয়গিরির অগ্নুৎপাত এর প্রতিবিম্ব। ২. বসনিয়ার পাথরের বল কেউ কেউ মনে করেন যে আমাদের প্রাচীনতম পূর্বপুরুষেরা এ ধরনের পাথর বানিয়েছিলেন আকাশের বস্তুগুলোর প্রতীক হিসেবে অথবা তাদের আধিপত্যের সীমা হিসেবে। আসলে বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া এ ধরনের পাথরের বল গুলোর উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা এখনো অজানা এবং এর কোনো ব্যাখ্যা নেই। ১. মাউন্ট রাশমোর এর রহস্য এই বিখ্যাত স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজের সময়, স্থপতি গাসজান বোরলুম, পাহাড়ের মুখোমুখি একটি হল অব ক্রনিক্যালস তৈরি করতে চেয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি আব্রাহাম লিঙ্কনের মাথার পাশে একটি গুহা খুঁড়েছিলেন। ১৯৯৮ সালে তাঁর মৃত্যুর পঞ্চাশ বছরেরও বেশি সময় পর, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল এর কপি এবং প্রেসিডেন্টের স্মৃতি এই অসমাপ্ত হলে স্থাপন করা হয়, এখন এটা টাইম ক‍্যাপসুল নামে পর্যটকদের জন্য চালু আছে। কেউ জানেনা 50 বছর ধরে খালি পড়ে থাকে এই গুহা কি ভাবে ব্যবহার হয়েছিল । কেউ কেউ মনে করেন এখানে হয়তো কোনো গোপন ল্যাবরেটরি ছিল। কে জানে? বোনাস ঃ চেঙ্গিস খানের কবর হাজার বছর ধরে মানুষ চেঙ্গিস খানের কবর নিয়ে অনেক গবেষণা করেছে, বিভিন্ন গবেষণা অনুসারে চায়না অথবা মঙ্গোলিয়াতে তার কবর আছে বলে সন্দেহ করা হলেও এর সত্যতা পাওয়া যায়নি এখন পর্যন্ত। Category : জানা-অজানা রহস্যময় ঘেরা পৃথিবী ও পৃথিবীর বাইরে জানা - অজানা এবং বিজ্ঞান ও বিজ্ঞানের বাইরে রহস্য,ইতিহাস ও জীবন-যাপন সহ ঘটে যাওয়া নানা রহস্যময় জগতের ভিডিও এবং শিক্ষানীয় বার্তা পেতে আমাদের Channel টি Subscribe করুন। আর আমাদের Facebook পেজে Like দিয়ে প্রতিদিনের আপডেট জেনেনিন। Facebook Page এবং YouTube Channel টি Share করে সবাইকে জানার সুযোগ করে দিন। Social Link: Facebook: https://www.facebook.com/rohosyomoyjogot Google Plus : https://plus.google.com/u/1/106001901304009070199 Popular Related Videos: দেখেনিন একবিংশ শতাব্দীর সেরা সুন্দরীরা ! https://youtu.be/kVNEelopP6I পৃথিবীর রহস্যময় এমন ৫টি স্থান যা জানলে আপনারও গা শিউড়ে উঠবে https://youtu.be/OHXiBH8ZMPc পৃথিবীর ইতিহাসের বিখ্যাত ১৫ টি ঘটনা যা প্রথমবার ঘটেছিলো ! https://youtu.be/h9DaZmUWIaM বিচিত্রময় সৌরজগতের কোন গ্রহে সূর্যোদয় https://youtu.be/dTy29rAFkSI এক নজরে দেখে নিন ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ছবি https://youtu.be/GLczO9yQAnI