Bengali Language And Bengali People Interesting Facts In Hindi - The Ultimate India

ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় বিপুল পলি জমে প্রতিবছর বন্যা কবলিত হচ্ছে ভারতের বিহার রাজ্যের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে পদ্মার স্বাভাবিক গতি হারিয়ে ক্ষতির শিকার ভাটি অঞ্চলে বাংলাদেশ। ফারাক্কা বাঁধ নিয়ে রয়েছে নানা বিতর্ক। গ্রাফিক্স...এই বাঁধ নির্মাণ শুরু হয়েছিল ১৯৬১ সালে, যা শেষ হয় ১৯৭৫ সালে। ২,২৪৫ মিটার দীর্ঘ এই বাঁধটির অবস্থান ভারতের মালদহ ও মুর্শিদাবাদ জেলায়। প্রথমবারের মতো এ বাঁধ তুলে দেয়ার প্রস্তাব দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। কেন এ প্রস্তাব আর ফারাক্কার কী প্রভাব এখন বাংলাদেশে, জানাচ্ছেন আবুল কালাম আজাদ। আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন: https://www.bbc.co.uk/bengali https://facebook.com/BBCBengaliService https://twitter.com/bbcbangla