যে কারণে ক্ষমতাসীন আ.লীগ আব্দুল হামিদকে সরিয়ে সৈয়দ আশরাফকে রাষ্ট্রপতি করতে চাচ্ছে-Today Bangla News

এবার প্রধান বিচারপতির পক্ষ নিয়ে সবাইকে ধুয়ে দিলেন রওশন এরশাদ !! উত্তেজনা তুঙ্গে !! শেখ হাসিনা বলেন, এই রায়ে বিএনপি খুব খুশি। অথচ এই রায়েই জিয়ার ক্ষমতা দখলকে অবৈধ বলা হয়েছে। সেটা মনে হয় তারা দেখেননি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকাতেই তারা খুশি। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা সমুন্নত রাখতে হবে। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সংসদ জনগণ দ্বারা নির্বাচিত। জনগণের অধিকার ও সম্মান সমুন্নত রাখতে হবে। তিনি প্রস্তাব সমর্থন করেন। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধুর উদ্যোগেই এই দেশ স্বাধীন হয়। কাজেই তাকে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সবাইকে মনে রাখতে হবেÑ প্রধান বিচারপতির আসন একটি প্রতিষ্ঠান। তাই সবার দায়িত্ব এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা। সবাইকে মনে রাখতে হবে জনগণ ক্ষমতার উৎস। সংসদকে খাটো করে দেখার অবকাশ নেই। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর যখন এই সংসদে ষোড়শ সংশোধনী পাস হয় তখন এর উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। গণপরিষদ দ্বারা যেই সংবিধান বঙ্গবন্ধু আমাদের উপহার দেন সেটি ক্ষতবিক্ষত করা হয়েছিল। সুপ্রিম কোর্ট মার্শাল ল’ দিয়ে ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেন। দেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংসদ উদ্যোগ নেয় এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে। ইতিহাস সাক্ষ্য দেয়, ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত সংসদ কর্তৃক কোনো বিচারপতি অপসারিত হননি। আইনমন্ত্রী বলেন, আমরা যখন এই সংশোধনী পাস করি তখন আমি এই সংসদে বলেছিলাম, এর জন্য একটা আইন করা হবে। ২০১৫ সালের ৫ মার্চ সেই আইনের খসড়ার ড্রাফট প্রধান বিচারপতির কাছে পাঠাই। বললাম আপনারাই বলুন, ঠিক না বেঠিক। আমি কোনো উত্তর পাইনি। পরে চিঠি দেয়ার পর বলে ‘নো কমেন্ট’। কারণ হাইকোর্টে এ নিয়ে মামলা চলছিল। তখনই বোঝা যায় এটা পূর্বপরিকল্পিত। হাইকোর্ট বাতিল করবে, আমরা আপিল করব, আপিল খারিজ হবে- সেই পরিকল্পনা যেন ব্যাহত না হয় সে জন্যই তারা আমার আইনটি আটকে দেয়। আনিসুল হক বলেন, ষোড়শ সংশোধনীতে অভিশংসন নেই, আছে অপসারণ। ষোড়শ সংশোধনীতে বিচারপতি অপসারণের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, সেটা তাদের পছন্দ হলো না। এটা হচ্ছে তাই রে নাই রে খেলা। তারা বললেন ষোড়শ সংশোধনী সংবিধানে মৌলিক কাঠামোতে আঘাত করে। মৌলিক কাঠামো হলো-বিচার বিভাগ স্বাধীন। আমরা জনগণের ভোটে নির্বাচিত, এই অধিকার আমাদের আছে। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এই রায় গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণœ করার কোনো ইচ্ছা এই সংশোধনীর ছিল না, বরং স্বাধীনতা সমুন্নত রাখাই ছিল ইচ্ছা। আমি স্পষ্ট করে বলছি, এই রায় বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না। প্রধান বিচারপতি বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেছেন। বললেন-একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। এই ক্ষমতা ওনাকে কে দিয়েছে? এই প্রধান বিচারপতি যত কথা বলেছেন আর কোনো প্রধান বিচারপতি এত কথা বলেননি। Music Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100238 Also follow me on: ►Facebook:https://www.facebook.com/All-Time-Breaking-News-408212729556905/ ►Google Plus:https://plus.google.com/109472635825235203798 ►Twitter:https://twitter.com/BreakingNews981https://twitter.com/BreakingNews981 ►Reddit:https://www.reddit.com/user/AlltimeBreakingNews/ ►Pinterest:https://www.pinterest.com/ATBreakingNews/ Thanks For Watching