টিয়া তোতা বা শালিক পাখি কিভাবে পোষ মানাবেন ও কথা শিখাবেন কি খাওয়াবেন!

Hand Feeding Baby Birds, Baby Parrots, Ring neck Parakeets! টিয়া পাখির বাচ্চা কিভাবে পোষ মানাবেন, তোতা বা শালিক পাখিকে কিভাবে কথা শিখাবেন, বাচ্চা পাখিকে যেভাবে যা খাওয়াবেন.. তোতা পাখির বাচ্চা, টিয়া পাখি বা শালিক পাখির বাচ্চাকে যা খাওয়াতে হবে, সেই খাবার কিভাবে বানাবেন ?? প্রথম কথা হল, বন্য পাখি পালা যাবে না। মিরপুরে সহ বিভিন্ন পাখির হাটে এখনো বিক্রি হয়। পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দেয় এসব দেশী পাখি টিয়া, তোতা, শালিক বিক্রি করতে। এটা চরম অন্যায় কিন্ত অনেক সময় ঝড়ে বৃষ্টিতে পাখির বাচ্চা অসহায় অবস্থায় পাওয়া গেলে যেভাবে তাদের বাঁচাবেন, তার জন্যেই এই ভিডিও। টিয়া তোতা শালিক পোষ মানে এবং খুব সুন্দর কথা বলে, কিভাবে পোষ মানাবেন আর কথা শিখাবেন ভিডিওটি দেখুন। শালিক পাখি এমনকি কাকও কথা বলে, শিকারিপাখি হয়, পাখি কথা শুনে। Tia pakhir baccha, shalik pakhi, tota posh mane kotha bole 😍😍 For more information & help: https://www.facebook.com/moontasir190 Hand feeding formula By SIFAT E RABBANI: বাচ্চার জন্য সর্বোত্তম হ্যান্ডফিডিং ফর্মুলা হলো বাসায় বানানো ফর্মুলা, যেটা টাটকা এবং আসল খাবার, যেমন – কাঁচা শাকসবজি, ফলমূল, সিদ্ধকৃত শস্যদানা, মধু ইত্যাদি দিয়ে তৈরী। এগুলোই পাখির প্রাকৃতিক খাবার। উপকরণ : কাউনের চাল সিদ্ধ/গুড়া – আধা কাপ ছোলা/বুট/অঙ্কুরিত বীজ সিদ্ধ – ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। ২ ধরণের ফল (ভর্তা করা) : আপেল, ফুটি, স্ট্রবেরী, পেয়ারা, পেঁপে, আম – ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। ২ ধরনের সবজি : ব্রকোলি, চিচিঙ্গা, পটল, কুমড়া, অন্যান্য মৌসুমী সবজি – ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। ১ টি শাক (কুচি করা) – সজনে পাতা, কলমী শাক, পালং শাক, লেটুস – ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। ৩-৪ ফোটা লেবুর রস। ১ চা চামচ খাঁটি মধু। এ্যালোভেরা জেল বা ঘৃতকুমারির শ্বাস – ১ চা চামচ। কাঠবাদাম গুড়া (ঐচ্ছিক) : ১ চা চামচ। প্রস্তুত প্রণালী : সামান্য পানিসহ সব গুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে দ্রবণ তৈরী করুন, যেটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি তরল ও হবে না। সিদ্ধ করে নরম করে হালকা গরম গরম খাওয়ান।