Rohingya crisis: Reuters journalists held 'for investigating Myanmar killings' - BBC Newsnight

বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তে টান-টান উত্তেজনা কিন্তু আজকের নতুন নয়। মাঝে মাঝে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশে বিনা অনুমতিতে প্রবেশ করে বলেও জানা যায়। বিমান, যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ আকাশ পথে কার জোড় বেশি, বাংলাদেশ নাকি মিয়ানমার। চলুন দেখে নেই এই ভিডিওতে। ১। ভয়ংকর যুদ্ধবিমান MIG-29 এ কিন্তু মায়ানমার এগিয়ে, বাংলাদেশ পিছিয়ে। MIG-29 বিমানটি বাংলাদেশের কাছে আছে মাত্র ৮টি যেখানে মিয়ানমারের কাছে ৩১ টি । ২। ফাইটার বিমান CHENGDU J-7 এর দিক থেকে কিন্তু আবার বাংলাদেশ এগিয়ে। মায়ানমারের কাছে এই বিমান আছে ২১ টি কিন্তু বাংলাদেশের কাছে আছে ৪১ টি । ৩। শত্রু পক্ষকে ঘায়েল করতে পারে এমন যুদ্ধবিমানের দিক থেকে দু দেশেই সমান শক্তিশালী । এটাকিং বিমান বাংলাদেশের ৪৮টি এবং মিয়ানমারের ৪৭ টি । ৪। যুদ্ধ করতে গেলে শুধু এটাকিং বিমান থাকলেই হবে না, থাকতে হবে পরিবহনে সক্ষম বিমান। ট্রানাস্পোর্ট বিমানের দিক থেকে বাংলাদেশ বিমানবাহিনী অনেকটাই পিছিয়ে। বাংলাদেশের কাছে আছে ১৪টি পরিবহন বিমান, অন্যদিকে মিয়ানমারের কাছে ২৩ টি। ৫। এবার আসা যাক প্রশিক্ষন বিমানে। প্রশিক্ষন বিমানে বাংলাদেশ বিমানবাহিনী কিছুটা পিছিয়ে। বাংলাদেশ বিমানবাহীনীতে প্রশিক্ষন বিমান আছে ৬০টি , অন্যদিকে মিয়ানমারের কাছে আছে ৬৮টি। ৬। এবার অন্যতম গুরুত্বপুর্ন আকাশযান হেলিকপ্টারের ব্যাপারে আশা যাক। হেলিকপ্টারের দিক থেকে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে। তাই হয়তবা আকাশে মিয়ানমারের কাছে হাড় মানতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে ৬৯ টি যেখানে মায়ানমারের ৮৮ টি। সব মিলিয়ে আকাশ পথে মায়ানমারের জোড় বেশি, সেটা বলার আর অপেক্ষা রাখে না।