শিক্ষামন্ত্রীর ওয়ার্নিং শুনে যে শর্ত জুড়ে দিলেন শিক্ষকরা ! দেখুন সরকারের দ্বৈত চরিত্রের বহিঃপ্রকাশ!

প্যাকেজের বিষয়: রাস্তায় চলার নিয়ম আছে, সেটা আমরা কতটা মানি- প্রশ্ন প্রধানমন্ত্রীর “রাস্তায় চলার নিয়ম আছে, সেটা আমরা কতটা মানি? একটা গাড়ি দ্রুতগতিতে আসছে, আমরা হাত একটা তুলে রাস্তায় নেমে গেলাম। যারা পথচারী, তাদেরও কিছু রুলস জানা দরকার, মানা দরকার।” শেখ হাসিনা আরও বলেন, “আপনি বাসে চড়ে যাচ্ছেন, কেন আপনি হাত বাইর করে যাবেন? “আপনারা (সাংবাদিক) যার হাত গেল, তার জন্য কান্নাকাটি করছেন; কিন্তু সে যে নিয়ম মানছে না, সে কথা তো বলছেন না।” নিরপেক্ষ সংবাদের জন্য একুশে টেলিভিশনের রয়েছে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। প্রতিদিন সকাল ০৯টায়, বেলা ১১টায় সারাদেশের সংবাদ, দুপুর ০১টায়, দুপুর ০২টায়, সন্ধ্যা ০৬টায় চট্টগ্রামের সংবাদ, সন্ধ্যা ০৭টায়, রাত ০৯টায়, রাত ১১টায় এবং মধ্যরাতের সংবাদ রাত ০১টায় প্রচার হয়। ইটিভিতে প্রচারিত সব খবর ইউটিউবের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয়। একুশে টিভিতে প্রচারিত সব জাতীয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল https://goo.gl/LJdbpT সতর্কতা: ইটিভিতে প্রচারিত সব অনুষ্ঠান খবর আপনি যত ইচ্ছা শেয়ার করতে পারবেন। কিন্তু নকল করে পুন:আপলোড করবেন না। এটা কপিরাইট আইনের লঙ্ঘন এবং দণ্ডনীয়।