Chaabi Maira- Wind of Change PS02

বাউল গানের অন্যতম একটি শাখা হচ্ছে 'দেহতত্ব'। শাঁইজী লালন ফকির গেয়েছেন, ' খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়..."; শাঁইজীর হাত ধরে যুগে যুগে বাউলেরা তাই দেহতত্বের গানের মাধ্যমে জীবনের লুকিয়ে থাকা গভীর অর্থ উম্মোচন করতে চেয়েছেন। বাউল মনির সরকারের লেখা ও সুর করা এমনি একটি গান আজ দেয়া হলো বাউলা অন্তরের বাউলদের জন্য, "হাওয়ার উপর চলে গাড়ি... লাগে না পেট্টোল ডিজেল...মানুষ একটা দুই চাক্কার সাইকেল ...". গানটি গেয়েছেন সন্ন্যাসী ব্যান্ডের 'গামছা পলাশ'.... (I do not own the copyright of this song. This upload is solely for entertainment purpose)