নদিয়ায় চায়ের কাপে তুফান তুলেছেন মুকুল, বাক্যহারা তৃণমূল

একুশে জুলাইয়ের মঞ্চ ফের হয়ে উঠল রাজনৈতিক দলবদলের মঞ্চ। ২০১৯-এর আগে শেষ একুশে জুলাইয়ে নতুন করে পথ চলা শুরু করলেন অনেকে। বিজেপির প্রাক্তন সাংসদ থেকে শুরু করে সিপিএমের দুই প্রাক্তন সাংসদ, কংগ্রেসের চার বিধায়ক ও সিপিএম-বিজেপি-কংগ্রেসের ৫৬ জন জনপ্রতিনিধি এদিন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এবার একুশের জুলাইয়ের মঞ্চে সবথেকে বড় চমক কী! বারবার এই প্রশ্নটাই উঠে আসছিল ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালনের প্রাক্কালে। প্রতিবারই জল্পনা থাকে, কারা যোগ দিচ্ছেন তৃণমূলে? কংগ্রেস ছেড়ে ক'জন আসছেন তৃণমূলের মঞ্চে? এবার সেই জল্পনা ছাড়িয়ে বড় চর্চা হয়ে উঠেছিল বিজেপির প্রাক্তন সাংসদ চন্দন সেনকে নিয়ে। তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। এছাড়াও সিপিএমের দুই প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মইনুল হাসানও একই পথের পথিক হতে পারেন। সেই জল্পনাকে সত্যি করে ২০১৯-এর প্রাক্কালে একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলে নাম লেখালেন বিজেপির চন্দন সেন, সিপিএমের মইনুল হাসান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের বিধায়ক আবু তাহের, আখরুজ্জামান, সমর মুখোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি প্রমুখ। এছাড়া ঝাড়খণ্ডের ৫৬ জন জনপ্রতিনিধিও এদিন একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।