সিলেট নামকরনের ইতিহাস | Introduction Of Sylhet | History of Sylhet | District documentary™

25 Feb, 2014 বিশিষ্ট নাট্য নির্মাতা ও চলচ্চিত্র নিদের্শক মোস্তফা সারোয়ার ফারুকী বলেছেন, ভারতীয় চ্যানেল নিয়ন্ত্রণ করার সময় এসেছে। এটি সরকারের বুঝা উচিত। আর যদি তা না করে তাহলে ৩০ বছর পর শুধু আপসোস করা ছাড়া কিছু করার থাকবে না। সোমবার রাতে সৈয়দ আশিক রহমানের উপস্থাপনায় আরটিভির 'কেমন বাংলাদেশ চাই' অনুষ্ঠানে ফারম্নকী একথা বলেন। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল 'গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার। মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, বাংলাদেশে যতগুলো হিন্দি চ্যানেল দেখা যায় ভারতের প্রদেশ চেননাইয়ে ততগুলো হিন্দি চ্যানেল দেখা যায় না। তিনি বলেন, আমি বাংলাদেশ পন্থি সরকার চাই। আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিকে পাকিস্তান পন্থি বলেন। আবার বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগকে ভারত পন্থি বলেন। আসলে প্রধান দুটি দল যদি দু'পন্থি হয় তাহলে বাংলাদেশ পন্থি কে? প্রত্যেক সরকারে বাংলাদেশ পন্থি হতে হবে। বিশেষ করে আওয়ামী লীগকে বাংলাদেশ পন্থি হতে হবে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। ফারুকী আরো বলেন, আমরা গণমাধ্যমের ভাষা নিয়ে অনেক চিৎকার করি। কিন্তু গণমাধ্যম যদি কেউ না দেখে তাহলে ভাষা নিয়ে চিৎকার করে লাভ কী?