ঠাকুরগাঁওয়ের গৃহবধু নিশাত জাহানের ডেইরি খামার করে কোটিপতি হওয়ার গল্প, Dairy farm in Thakurgaon

ছাত্র অবস্থায় ১টি গাভী দিয়ে শুরু করে মামুনের আজ বিশাল সফলতা: --------------------------------------------------------------------------------------------------- নিজের ইচ্ছাশক্তি যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সেটাই দেখিয়েছেন নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র মামুনুর রশিদ। পড়াশুনার পাশাপাশি অনেকটা শখের বশেই ব্যবসায়ী বাবা ও চাচার সহযোগীতায় ১টি গাভী কেনেন। ঐ গাভী প্রতিদিন ১০ লিটার করে দুধ দিতে শুরু করে। যে সময় ঘুরে বেড়ানোর কথা, সেই ছাত্র অবস্থায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা হাতে পাওয়ায়, বড় খামার করার স্বৃপ্ন তার মধ্যে বাসা বাধে। তার ইচ্ছাশক্তি আর প্রবল বাসনা তাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। বিস্তারিত ভিডিওতে দেখুন---------------।