মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরে ব্যাপক ভাঙন

একটি মানবিক আবেদন পরিস্থিতি অবনতি। ভয়াবহ অবস্থা! মানবতার টানে এগিয়ে আসুন! . মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ আকস্মিক বন্যায় পানিবন্দি। ইতোমধ্যে দশজনের অধিক বনি আদম মৃত্যুবরণ করেছে। নারী, পুরুষ, শিশু, আবালবৃদ্ধ বণিতার করুণ আর্তনাদে পুরো এলাকা আজ নিরব-নিস্তব্ধ। অসহায় মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এবং বন্যা পরবর্তী পুনর্বাসন করা নেহায়েত জরুরী। . মানবিক দায়িত্ববোধের তাগিদে "শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক ভানুগাছী রাহ. ফাউন্ডেশন"- এর ব্যবস্থাপনায় একটি ত্রাণ কমিটি গঠ করে, আমানতদারীর সাথে সুষ্ঠু পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে আজ মুন্সীবাজার এলাকায় কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শায়খ নুরুল মুত্তাক্বীন জুনাইদ দা.বা. সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী রাহ.। . মানবতার কল্যাণে এ মহৎ উদ্যোগে আপনি এবং আপনার মাধ্যমে আশানুরূপ ভূমিকা ও সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আল্লাহ আমাদের সার্বিক প্রয়াস জান্নাতের বিনিময়ে কবুল করুন। আমীন। যে কোনো যোগাযোগ www.facebook.com/enamsiddik 01711067163