বিজ্ঞানও বিশ্বাস করে ইশ্বর বা আল্লাহ আছেন

পৃথিবীর বাইরে থেকে আসা ৫টি রহস্যময় সিগন্যাল || মহাকাশের ৫টি রহস্যময় সিগন্যাল সিগন্যাল || 5 Mysterious Signals from Space || পৃথিবীই কি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে । এই মহাবিশ্বে পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহেও কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে ? আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যেমন ওখানে থাকা প্রাণীগুলি কেমন ভাবে বসবাস করে। বা ওদের চেহারাই বা কেমন হবে ? পৃথিবীর মানুষের মতোই তারাও কি আমাদের সাথে যোগাযোগ করতে চায় ? এই ধরণের প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্যে 1984 saale USA তে একটি Organization প্রতিষ্ঠা করা হয় যেটির নাম হলো SETI (Search for extraterrestrial Intelligence) | এটি এমন একটি সংস্থা যেটি পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রজাতির সন্ধান করে। আজ আমরা কথা বলবো মহাকাশ থেকে আসা কিছু রহস্যময় সিগন্যাল এর ব্যাপারে। #5 HD 16495: মহাকাশ থেকে আসা এই সিগন্যাল টিকে নিয়ে সমগ্র বিজ্ঞানীমহল বিস্মিত। ১৫ মার্চ ২০১৫ তে রাশিয়ার একটি টেলিস্কোপএ মহাকাশ থেকে আসা এই রহস্যময় সিগনালটিকে রেকর্ড করে। এই সিগন্যাল টি ৫৫ আলোকবর্ষ দূরে HD 16495 নামের একটি গ্রহ থেকে আসছিলো। #4 FREQUENCY 4462.3 : এই সিগন্যালটি ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবীর মতোই একটি গ্রহ TYC 1120911 থেকে আসছিলো। এটিকে দ্বিতীয় Wow সিগন্যালও বলা হয়। ২০১০ সালে SETI র টেলিস্কোপ এ এটি ধরা পড়ে। এই সিগন্যাল টি ১০ সেকেন্ড ধরে রেকর্ড করা হয়। এই সিগন্যালটি Jeti এরকম ছিল। #3 FRB 150215 : ১৫ ই ফেব্রুয়ারী ২০১৫ সালে এই Fast Radio Burst সিগন্যালটি রেকর্ড করা হয় যেটি মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী ছিল। এটি কথা থেকে আসছিলো বা এই সিগনালটির মানে কি ছিল তা কেও উদ্ধার করতে পারেনি। #2 RADIO SOURCE SHGB02+14A: ২০০৩ সালে ফেব্রূয়ারি মাসে SETI র জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিশাল Arecibo Telescope ৩ বার রেডিও সিগন্যাল রিসিভ করে এবং প্রতিবারই ১ মিনিট ধরে সিগন্যাল রিসিভ করে। #1 WOW SIGNAL: এই রেডিও সিগন্যাল টিকে পৃথিবীর বাইরে থেকে আসা এলিয়েন সিগনালের সবচেয়ে বড় প্রমান বলা হয়। এই সিগন্যালটি ১৯৭৭ সালে Ohayo State University র Radio Telescope Big Ear এ রেকর্ড হয়। টাইম ট্রাভেল রহস্য - টাইম ট্রাভেল সম্ভব। কিভাবে দেখে নিন | সময় যাত্রা কি ? || Time Travel Possible: https://www.youtube.com/watch?v=Yhzud1K413k NASA কেন আর চাঁদে যাওয়ার চেষ্টা করেনি ? চাঁদের Dark Side এ কি আছে ? || Dark Side of the Moon : https://www.youtube.com/watch?v=Vw50v3xyPHs Martian Cowboy by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/) Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100349 Artist: http://incompetech.com/