যে কারণে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে | Namaz Poreo Jahannam | Dr Abul Kalam Azad Bashar

কাযা নামাজের সহজ নিয়ম কাজা নামাজের সহজ নিয়ম ওমরী কাজা, ওমরী কাযা নামাজ এরপর আপনার জীবনের কতগুলি নামাজ কাজা হয়েছে তার হিসাব করতে হবে। যেমন আপনার জীবনে ৩০ দিনের নামাজ কাজা হয়ে গেছে তাহলে ৩০ দিনের কাজা নামাজ হবে ৩০ ইন্টু ৬ অথ্যাৎ ১৮০ ওয়াক্ত কারন আপনাকে বিতির সহ ৬ ওয়াক্ত নামাজ ধরতে হবে, আর প্রতিদিন আপনার যিম্মায় কাজা হয়েছে মোট ২০ রাকাত যেমন ফজরের২, জোহরের ৪, আসরের ৪, মাগরীবের৩, এশারের ৪ এবং বিতিরের ৩। মোট ২০ রাকাত। তাহলে এক মাসে আপনার যিম্মায় কাজা হয়েছে ১৮০গুন ২০= ৩৬০০ রাকাত, এভাবে আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার হিসাব করবেন, আপনি এসব কাজা নামাজ আপনার প্রতি ওয়াক্তে যে সব সুন্নতে গায়রে মুয়াক্কাদা ও নফল রয়েছে তা না পড়ে এসব কাজা পড়ে নিবেন। (রদুদল মুখতার ১ম খন্ড ৬৪৬পৃ) এসব কাজা নামাজ যদি পরিপুনভাবে আদায় করতে পারেন তাহলে ভাল কিন্তু আপনি যদি চান একটু শটকাট করে আাদয় করতে হালে আপনি রুকু সিজদার তসবিহ ৩ বারের স্থানে ১ বার পড়তে পারবেন, এবং ফরয নামাজের ৩য় ও ৪থ রাকাতের সুরা ফাতেহার স্থলে ৩ বার সুবহানাল্লাহ পড়তে পারেন, এবং শেষ বৈঠকে তাশাহুদ এর পর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিও ওয়ালিহি.. পযন্ত পড়ে সালাম ফিরিয়ে নিতে পারবেন। আর বিতিরের নামাজে ৩টি রাকাতেই সুরা ফাতেহা ও সুরা পড়তে হবে তবে দোয়া কুনুত এর স্থানে শুধুমাত্র একবার কিংবা ৩ বার রাব্বিগফিরলি পাঠ করলেও জায়েজ হবে। এভাবে যদি আপনি আপনার যিম্মায় থাকা কাজা নামাজ সমুহ আদায় করতে থাকেন তাহলে আপনার কাছে ভারী মনে হবে না, খুব সহজেই আপনি তাওবার পর আপনার বিগত জীবনের সকল কাজা নামাজ জীবন থাকতে থাকতেই পুরন করে দিলে আশা করা যায় মহান রব আপনাকে ক্ষমা করবেন।(এ শটকাটের পদ্ধতিটা বাংলায় ইসলামী বোনদের নামাজ নামাক একটি কিতাব রয়েছে তার ১৫৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আপনারা অনলাইনে সার্চ দিলে বইটি পিডিএফ ডাউন লোড করে নিতে পারেন। https://www.youtube.com/c/jaalhaq https://www.facebook.com/islamishariatbd https://www.facebook.com/karamatbd https://www.facebook.com/dailydowa