ডেইরী বিজ্ঞান-২, দুধালো গাভীর ব্যবস্থাপনা-Bangladesh Open University-shaik siraj-5

২০০১ সালে ১ লাখ টাকায় ১টি গাভী কিনে ডেইরি খামার শুরু করে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার এলাকার বেউতা গ্রামের দুধলী আব্দুল মোতালেব এখন ৩ কোটি টাকার মালিক। প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ লিটার দুধ হয়। কোরবানীর সময় তার খামার থেকে ৩০-৪০ লাখ টাকার ষাড় বিক্রি করেন। ডেইরি খামার কোটিপতি হওয়ার চাবি কাঠি। Motaleb Dairy Farm এটি একটি কৃষি শিক্ষা ও খামার ব্যবস্থাপনামূলক ইউটিউব চ্যানেল। প্রচুর মানুষ আছেন যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হোন। এই চ্যানেলের উদ্দেশ্য মানুষকে খামার স্থাপনে উৎসাহী করা। ভিডিওগুলে দেখে মানুষ আনন্দ করবে তা নয়। সৃষ্টি সুখের উল্লাসে আনন্দ করবে এটাই উদ্দেশ্য। খামার স্থাপন করবে। আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করবে। মানুষের বেকার সমস্যার সমাধান হবে। শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, ব্যবসা-বাণিজ্য করবে। কারো অফিসের কেরানী হোক, এটা চাই না। এই প্রতিবেদনের বিষয় :- ১ লাখ টাকায় ১টি গাভী কিনে ডেইরি খামার শুরু করে মোতালেব ৩ কোটি টাকার মালিক। যারা ভাল কিছু করতে চান তারা আমাকে পাশে পাবেন। প্রযোজক – ড. বায়েজিদ মোড়ল। -~-~~-~~~-~~-~- Please watch: "Suroj dairy farm 01" https://www.youtube.com/watch?v=Hw_0DeZ662I -~-~~-~~~-~~-~-