Amaro Porano Jaha Chay | Indrani Sen | আমারো পরানো যাহা চায় | ইন্দ্রানী সেন | Full HD

আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করবো নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন আমার ব্যথার পূজা হবে সমাপন অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা , বাঁধা বেদন ডোরে মনের মাঝে উঠেছে আজ ভরে যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ পানে ছুটবে বাঁধন হারা অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন আমার ব্যথার পূজা হবে সমাপন সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর