শাবানার সন্তানেরা বর্তমানে কে কি করছেন ও কোথায় আছে তারা। ও জেনে নিন তাদের অজানা অনেক তথ্য

উখিয়ার আনজুমানপাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ডে তিন দিন আটক থাকা প্রায় ৩০ হাজার রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিজিবি বাধা সরিয়ে নিলে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকেন। বেলা সাড়ে ১১টা থেকে এসব রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে নেয়া হয়। আরাকানের রোহিঙ্গাদের বাংলাদেশে আসার স্রোতে এবার শামিল হচ্ছেন সেখানের বিত্তশালীরাও। তারা এত দিন মিয়ানমারের নেতা ও স্থানীয় প্রভাবশালী মগদের অর্থ দিয়ে নিজ বাড়িতে থাকতে পারলেও এখন চলে আসতে বাধ্য হচ্ছেন। কারণ মগরা এখন রোহিঙ্গাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। অবরুদ্ধ করে রাখছে। দীর্ঘ দিন বাড়িতে অবরুদ্ধ থেকে অনেকেই না খেয়ে কষ্ট করছে । এ কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গার ঢল নেমেছে। About 30 thousand Rohingyas, who were detained for three days in No Manas land of Anjumanpara border in Ukhia, were allowed to enter Bangladesh on Thursday. The Rohingya entered into Bangladesh after the BGB lifted the barricade at 9:30 am. From 11:30 pm, these Rohingya were taken to Ukhia's Kutupalong and Baluchali camps. Arakan's Rohingyas coming to Bangladesh are now joining the tribals. They have been forced to leave their home so long as they live in Myanmar with money from the leaders of Myanmar and local influential magicians. Because the Maghas are not allowing Rohingya to leave the house. Blocking Many people are suffering from eating in the house for a long time. For this reason, the Rohingya drift has started in Bangladesh again. Please Subscribe to Our Channel Our Facebook Page: https://www.facebook.com/Taza-News-1967973150153494/ Copyright and Royalty Free Music