Top ten Most Popular Hero bike in Bangladesh || With Price

কম দামে হাঙ্কের বাইক কিনুন | দাম কমলো হাঙ্ক মোটরসাইকেলর | দাম কমিয়ে সিঙ্গেল ডিস্কে হাঙ্ক মোটরসাইকেল কম দামে হাঙ্কের বাইক কিনুন | দাম কমলো হাঙ্ক মোটরসাইকেলর | দাম কমিয়ে সিঙ্গেল ডিস্কে হাঙ্ক মোটরসাইকেল ===================================================== দাম কমিয়ে দেশের বাজারে সিঙ্গেল ডিস্কে এলো হিরোর জনপ্রিয় মোটরসাইকেল হাঙ্ক। দেশে যৌথভাব হিরো মোটরসাইকেল তৈরি করছে নিলয় মোটরস লিমিটেড। এতদিন ডাবল ডিস্কে বাইকটি পাওয়া যেত। হিরোর সিঙ্গেল ডিস্কের মাসকুলার হাঙ্ক এখন এক লাখ ৪৯ হাজার টাকায় বিক্রি শুরু করেছে নিলয় মোটরস লিমিটেড। অন্যদিকে ডাবল ডিস্কের দাম ১ লাখ ৫৯ হাজার টাকা। জানুয়ারির মাসের চলতি সপ্তাহে হিরো বাংলাদেশ লিমিটেড তাদের ফেসবুক পেজে সিঙ্গেল ডিস্কের হাঙ্ক বিক্রির ঘোষণা দেয়। সারাদেশের শোরুম গুলোতে পাওয়া যাবে হিরোর জনপ্রিয় এ বাইকটি। দাম কমিয়ে সিঙ্গেল ডিস্কে বিক্রি করায় তরুণরা এখন অনেক স্বাচ্ছন্দে ১৫০ সিসির এ বাইকটি কিনতে পারবেন। হিরো হাঙ্কে আছে শক্তিশালী এটিএফটি ইঞ্জিন। ফলে বাইকটি মসৃণ গতিতে চলবে। এতে জিআরএস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ফলে বাইকের আরোহী ও চালক আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবেন। স্পোর্টি লুক আর মাসকুলার বডির জন্য তরুণদের কাছে বেশ জনপ্রিয় হাঙ্ক। দেশে ছয়টি রঙ ও লুকে হিরো হাঙ্ক পাওয়া যাচ্ছে। এগুলো হলো- প্যানথার ব্ল্যাক, পার্ল হারবার গ্রিন, ইবোনি গ্রে, হোয়াইট, বোল্ড ব্রাউন এবং ব্লেজিং রেড। হাঙ্কে আছে ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএইচসি। ডিসপ্লেসমেন্ট ১৪৯.২ সিসি। সেলফ স্টার্টার সম্বলিত বাইকটিতে আছে ৫ স্প্রিড গিয়ার ট্রান্সমিশন। মাল্টিপ্লেট ওয়েট ক্লাচের এই বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবসর্ভার রয়েছে। রিয়ারে আছে ৫ ধাপের অ্যাডজাস্টেবল ইনভার্টেড গ্যাস রিজারভয়ার সাসপেনশন। এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২.৮ লিটার। রিজার্ভের জ্বালানির ধারণ ক্ষমতা ২.২ লিটার। ===================================================== Bangladesh Bangla Latest news International news Bangla live news Latest Bangla news Bangla Exclusive News Bangla news Today আপনাকে ধন্যবাদ আমাদের Channel টি Subscribe করার জন্য ।