Scientific Deep Sea Drilling and Coring Technology

আপনাদের কখনো কি মনে হয়েছে এই আধুনিকতার যুগে মানুষ পৃথিবীর কেন্দ্রের কতটা কাছে যেতে সক্ষম হয়েছি কিংবা কতটা যাওয়া সম্ভব ??? আদত কি মানুষ কেন্দ্রে যেতে পারবে কিংবা যেতে পারলেই সেখানে তাপমাত্রা কত হবে ??? তাহলে চলুন আজ জেনে নেই এখন পর্যন্ত মানুষ কতটা গভীরে যেতে পেরেছে ...... ১.৮ মি - যা আমাদের কবরে গভীরতা ৪ মি - তুতেন খামুনের সমাধি ইস্থলের গভীরতা । তুতেন খামুন ১৮ শতকের মিশরের ফারাও রাজা , ১৯৯২ সালে প্রথম এই সমাধি খুঁজে পাওয়া যায় , এবং আমরা যে পিরামিডের মমিদের ছবি দেখি তার মাঝে এই তুতেন খামুনের তা সবচেয়ে জনপ্রিয়, তার এই মুখোশ মিশরের জাদুঘরে আছে । ২০ মি - প্যারিস ক্যাটাকমস এটি ৬ মিলিয়ন মানুষ মিলে তৈরি করেছিল, যা মাটির নিচের একটা শহর । ৪০ মি - পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল ইতালিতে অবস্থিত , এইটা পহেলা মে ২০০৪ সালে চালু করা হয় এবং এর পানি ধারন ক্ষমতা ২৫০০০০০ ( ২৫ লাখ ) লিটার এবং তা ক্লোরিন মুক্ত । ১০০ মি - এই গভীরতায় পারমাণবিক চুল্লির আবর্জনা মাটি চাপা দেয়া হয় । ১০৫.৫ মি - পৃথিবীর সবচেয়ে গভীর তম মেট্রো রেল ইস্টেশন উক্রেনে আছে যা ৬ নভেম্বর ১৯৬০ সালে চালু করা হয় এবং এর প্লাটফর্ম শুধু একটাই । ২৪০ মি - সবচেয়ে গভীর তম রেল ওয়ে টানেল যা জাপানে দুইটি দ্বীপকে সংযুক্ত করেছে, ১৩ মার্চ ১৯৮৮ সালে চালু করা হয় , এই টানেলের দরঘ ১৪.৫ মাইল যা পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্রের তলদেশে টানেল ।