NRC ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই! তৃণমূল-বিজেপি সংঘর্ষ

রঘুনাথপুর ২ নাম্বারম পঞ্চায়েত সমিতির বিজেপি থেকে নির্বাচিত সদস্য কালীচরণ বাউরি কে টাকার টোপ দিয়ে তৃণমূলে যোগদান করাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক উমাপদ বাউরী বলে অভিযোগ করলেন বি জে পির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। পাল্টা বিধায়ক উমাপদ বাউরি কেউ জোর করে বি জে পি ঝান্ডা ধরানোর চেষ্টা হয়। ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ২ নাম্বার ব্লকের রুকনি গ্রামে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রুকনি গ্রামের কালী মন্দিরের সামনে বিধায়ক উমাপদ বাউরিকে ঘিরে ধরে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বি জে পি কর্মী সমর্থকেরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিদ্যাসাগর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানান আজ সকাল সাড়ে আটটা নাগাদ রঘুনাথপুর থেকে বিজেপি নির্বাচিত সদস্য কে কিনতে গেলে তাকে বিজেপি কর্মীরা ঘিরে বিক্ষোভ দেখান ।তাকেও যে পাল্টা বি জে পির ঝান্ডা ধরানোর চেষ্টা করা হয় তাও স্বীকার করে নেন বি জে পি জেলা সভাপতি। তাঁর অভিযোগ তৃণমূল সমাজবিরোধী দিয়ে ভয় দেখিয়ে দলে আনার চেষ্টা করছেন। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো জানান বিজেপি সম্পূর্ণ গুন্ডাগিরি শুরু করেছে।তার দাদাগিরি করার প্রচেষ্টা শুরু করে দিয়েছে। তারা দুষ্কৃতীদের সাথে নিয়ে বিশৃঙ্খলা শুরু করেছে। এ ঘটনায় দলীয় ভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানোর জন্য বিধায়ক কে বলা হয়েছে। বাইট:বিদ্যাসাগর চক্রবর্তী। বাইট:শান্তিরাম মাহাতো রঘুনাথপুর ২ নাম্বার পঞ্চায়েত সমিতিতে মোট আসন ১৬। বি জে পি এখানে ১২টি আসন পেয়ে পঞ্চায়েত সমিতি দখল করেছে।তৃনমুল পেয়েছে ৪টি আসন। এই ঘটনায় একটি মোবাইল কথপোকথনের অডিও রেকর্ড সামনে এসেছে। বি জে পি অভিযোগ করেছে এই অডিও রেকর্ডটি তৃনমুল বিধায়ক উমাপদ বাউরি এবং কালীচরণ বাউরির কথপোকথনের। যেখানে শোনা যাচ্ছে বি জে পির পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য কালীচরণ বাউরিকে বিভিন্ন ভাবে দলে যোগদানের জন্য বোঝানো হচ্ছে। যদিও মোবাইলের এই অডিও রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।এটা কাদের মোবাইল কথোপকথন সেই নিয়ে উঠছে নানান প্রশ্ন।