সারাবিশ্বে আতঙ্কের আরেক নাম ইরান !! ইরানের সামরিক শক্তি যেকোন দেশের জন্য ভয়ংকর ! Iran Military Power

সমুদ্রে দ্রুত গতির স্পীডগুলো ইরানের প্রতিরোধ ক্ষমতার মূল চাবিকাঠি: সেনাপ্রধান সমুদ্রে শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলায় ইরানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্পীডবোটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। আজ (বৃহস্পতিবার) ইরানের তৈরি স্পীডবোটের ওপর একটি জাতীয় ফোরামে দেয়া বক্তৃতায় জেনারেল বাকেরি এসব ভেসেলগুলোকে অতি উচ্চ ও ক্ষিপ্র গতি সম্পন্ন, সহজে ব্যবহার যোগ্য, চৌর্য এবং উচ্চ রণকৌশল সম্পন্ন যান হিসেবে আখ্যায়িত করেন। শত্রুদের হুমকি যেকোনো মোকাবেলা করার লক্ষ্যে স্পীডবোটসহ ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জামগুলোকে সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন করার আহ্বান জানান তিনি। জেনারেল বাকেরি আরো বলেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমাদের প্রতিরোধকামী নৌবাহিনীর অনন্য এবং অপ্রত্যাশিত ক্ষমতার পাশাপাশি তাদের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব শত্রুদেরকে হতচকিত এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দেবে। ইরানের সামরিক বাহিনীর এ কমান্ডার তার বক্তৃতায় ইরানের সুদীর্ঘ সমুদ্র সীমান্তে বিশেষ করে জ্বালানী সমৃদ্ধ পারস্য উপসাগরে তেহরানের কৌশলগত গুরুত্বের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, বেশীরভাগ শত্রু সমুদ্র পথে হুমকি সৃষ্টি করায় পারস্য উপসাগরীয় সীমান্তে ইরান তার সর্বোচ্চ সামরিক উপস্থিতি বজায় রাখবে।২০১৭-০৫-১১