সাবনুর বলল আর কিছু বলবো না, তাহলে রিয়াজের সংসার ভেঙ্গে যাবে - Sabnoor talking about Riaz Love Story

শাবনূর (জন্ম: ১৭ ডিসেম্বর, ১৯৭৯) বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের তুমুল জনপ্রিয় অভিনেত্রী। ৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকেন। সালমানের অকাল মৃত্যুতে সাময়িক ভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারন অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খান এর সাথে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন। ক্যারিয়ারের শেষের দিকে ছিপছিপে গড়ন ও সুশ্রী চেহারার এই অসম্ভব সুন্দরী নায়িকা মুটিয়ে গেলে সমালোচিত হন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করছেন। শোনা যাচ্ছে তিনি চলচ্চিত্রে কামব্যাক করার পরিকল্পনা করেই নিজেকে প্রস্তুত করছেন এখন। শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমান ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। শাবনূর ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার Kazi Sharmin Nahid Nupur, (born 17 December 1979), better known by stage name Shabnur, is a Bangladeshi film actress.[5] She made her debut in Chandni Raate directed by legendary film maker Ehtesham in 1993.[6][7] Her first commercially successful film was Duniaar badsha with co-actor Amin Khan and then tumi amar (actor)|Salman Shah]] in 1994 and most of her film act was associated with him until his death in 1996.She made a history with Salman Shah and that was they did 14 nos movies together and all the movies were hit, superhit. She also acted with others like Amin khan, Omar Sany and she got success with them also. after demise of Salman, She started acting with Riaz and Shakil Khan after Salman Shah’s death. She also acted with Manna, Amin Khan, Ferdous Ahmed and Shakib Khan. She received National Film Award as the best actress in 2005 for Dui Noyoner Alo. Shabnur debuted her career with co-actor Shabbir in the film “Chandni Rate”, directed by Ehtesham. After a year of hiatus, she returned to acting with the film Evabe Bhalobasa Hoy directed by Montazur Rahman Akbar. Shabnur has acted opposite almost all leading actors in the 1990s and 2000s including Salman Shah, Riaz (actor), Shakib Khan, Shakil Khan, Omar Sunny, Amin Khan, Amit Hasan etc. Shabnur won the National Film Awards of Best Actress in 2006 and won record 10 time Meril Prothom Alo Awards Shabnur got engaged with Anik Mahmud on 6 December 2011 and got married on 28 December 2012.[8][9] Anik is a businessman.[8] Together they have a son Aijan Nehan.[2][10] Her father is Shahjahan Chowdhury. She has a sister, Jhumur.[2] She has also founded a school in Dhaka.