৬টি পুকুরে শোল মাছ চাষ - Snakehead fish farming at pond

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর জাকির হোসেন মাস কয়েক আগে ভাসমান অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন এক জোড়া শোল মাছ। এরপর মাছ দুটিকে স্বযতেœ নিজের পুকুরে লালন করতে থাকেন। গত বছরের ১০ আগস্ট ডিম ছাড়ে মা মাছটি। এরপর ডিম ফুটে বেরোয় পোনা। পোনায় তার পুকুর যায় ভরে। ক্রমে পোনা পরিণত হয় সুপুষ্ট মাছে। এখন এক একটি শোল মাছের ভর হয়েছে কম হলেও ৮০০ গ্রাম। বছর পেরোতেই তা এক কেজি পেরিয়ে যাবে বলে মনে করেন জাকির হোসেন। অনেকে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে আমদানি করছে হাইব্রিড ভ্রুড কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটার কোন প্রয়োজন নেই বলে জানান জাকির। তিনি আরো জানান, আমাদের দেশি শৈলমাছের যে প্রডাকশন, ১ কাঠা জমিতে এক বছরে ১টন শৈল মাছ উৎপাদন সম্ভব। শোল মাছ চাষ শুরু করলেন ঢাকার তাজু ভাই.... https://youtu.be/QNFLN9JwcSw ৬টি পুকুরে শোল মাছ চাষ... https://youtu.be/8R1yASHU_HE ৩ হাজার টাকায় শোল মাছ চাষ শুরু... https://youtu.be/FmCpm1LH7wI (রঙ্গিন) মাছ চাষে ভাগ্য বদলেছে সাইফুল গাজীর... https://youtu.be/fpssU99hRqU জাকির জানান, পুকুরে কোনও সার দেননি তিনি। চুন কিংবা কোনও রাসায়নিক খাবারও নয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মাছগুলি বেড়ে উঠেছে। বাজারের ছোট মাছই এর প্রধান খাদ্য। সনাতন এই পদ্ধতিতে মাছ চাষ করতে অনেকে আগ্রহী হচ্ছে। যে সব দেশিয় প্রজাতির মাছ আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসকল মাছ আমাদের প্রকৃতি থেকে সংরক্ষণ করা সম্ভব সরকারি পৃষ্টপোষকতা পেলে আরও বেশী দেশী শৈল মাছ উৎপাদন করতে পারবেন জাকির এমনটাই আশাবাদ তার। Subscribe ► https://bit.ly/2vklVuJ Google Plus ► https://bit.ly/IxEYo9 Facebook ► https://bit.ly/2H73LhE Share This Video... https://youtu.be/F3LkZlJ5c6c