এশিয়ার অন্যতম শক্তিশালী বাংলাদেশ নৌবাহিনী মিসাইলে কতটা সমৃদ্ধ। Powerful Bangladesh Navy missile

'ইরানের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে জানে না আমেরিকা' ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাসুদ জাযায়েরি বলেছেন, "আমাদের সামরিক শক্তি সম্পর্কে খুবই সীমিত তথ্য রয়েছে আমেরিকার কাছে।" তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ইরানের মানসিক ও বৈষয়িক যে সক্ষমতা রয়েছে, সে সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। জায়ায়েরি আরও বলেছেন, "আমেরিকার কোনো কোনো প্রতিষ্ঠান ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে যেসব তথ্য মাঝে মধ্যে দিচ্ছে তা থেকে এ সিদ্ধান্তে পৌঁছা যায় যে, মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো আমাদের শক্তির গভীরতা উপলব্ধি করতে সক্ষম নয়।" তিনি আরও বলেন, " আমরা যে কোনো আগ্রাসীর তৎপরতা পর্যবেক্ষণ ও আগ্রাসীকে ধ্বংস করার ক্ষমতা রাখি।" মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অনিরাপত্তা বৃদ্ধিতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ভূমিকার সমালোচনা করেন তিনি। ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, কৌশলগত অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা প্রত্যাহার করলেই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে। ২০১৭-০৫-২১